প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ঘিরে সীমান্তে চলছে এক ধরনের বাণিজ্য, যেখানে অভিযোগের আঙুল উঠছে কোস্ট গার্ড ও বিজিবির কিছু সদস্যের বিরুদ্ধেও।
ভয়তাড়িত রোহিঙ্গারা সীমান্তে এ বাণিজ্যের কারণে নিঃস্ব হয়ে পড়ছেন। রোহিঙ্গাদের জিনিসপত্র লুটে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
রোহিঙ্গাদের দুরবস্থা নিয়ে আর্থিক ফায়দা হাসিল না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এলেও গত শনিবার থেকে চার দিন মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আসার কয়েকটি পথ এবং অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পসহ বেশ কিছু এলাকা ঘুরে এই চিত্র
آی-ویدئو